আমি হতে চাই সেই মেয়েটি কানিজ ফাতেমা খুশী
ইচ্ছে করে রেবতী হই
প্রাণপণ যুদ্ধ করি
মাথা নত না করি
অন্যায়ের কাছে কখনোই
আবার একটা যুদ্ধ চাই
ভাষার নয়, মুক্তির নৈতিকতার
বুঝে নিতে চাই প্রাপ্য অধিকার
আমার আমাদের সবার ৷
ইচ্ছে করে লড়ি একাই আমি
দেশ শুদ্ধ অসহায়দের
এক কাতারে দাঁড় করিয়ে কথা বলা শেখাই
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি সঞ্চয় করাই
বলবে তারা শুনবেও মানবে তারা মানাবেও
কবে আসবে সেইদিন !
সমানে সমান চলার পথ হবে সৃষ্টি ?
আমি
একাত্তরের জোড়ালো সাহসী
সেই মেয়েটি হতে চাই
যে একাই একশো নিজেকে ভাবতে পারে
বাঁচাতে পারে অন্যকেও
আমি হতে চাই সেই মেয়েটি
যে বিপদ দেখে পিছু হটে না
এগিয়ে সম্মুখে যায় দৃঢ় মনোবল নিয়ে ৷
আমি হতে চাই সেই মেয়েটি
যার কান্না এখনো আকাশে-বাতাসে
ছড়িয়ে পড়ে নিঝুম নিশীথ রাতে
ঘুমাতে দেয় না পাড়া প্রতিবেশীকে
জাগিয়ে দেয় নেয় কেড়ে ঘুম বলে বিচার কোথায় !
প্রতিবাদের ঝড় তোলে ক্রন্দনের করুণ সুরে
জানতে চায় তোমরা কেনো ঘুমাও কেমন করে ঘুমাও আমাকে বিবস্র রেখে এখানে তোমরা !
আমি জানতে চাই উত্তর দাও উত্তর আমি বসে আছি অপেক্ষায় আমার শরীরের ক্ষতের জ্বালা
নিভিয়ে দাও এক্ষুনি এক্ষুনি।