মাস্ক ও গাউনের মতো সুরক্ষাসামগ্রীর ঘাটতির প্রতিবাদে অনলাইনে নগ্নভাবে পোজ দিয়েছেন জার্মানির চিকিৎসকেরা। তদের অভিযোগ, এই সংকটে তারা করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, শরীরের স্পর্শকাতর অঙ্গ বই কিংবা ফুল দিয়ে ঢেকে তোলা স্বাস্থ্যকর্মীদের ছবি একটি ওয়েবসাইটে দেখা গেছে। হাসপাতাল ও ক্লিনিকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েচছেন তারা।
স্টেথোস্কোপ ও লাল মাস্ক পরা এক নারী চিকিৎসক একটি প্ল্যাকার্ড হাতে ছবি তুলেছেন। এতে লেখা, আমি জানি কীভাবে ক্ষত সেলাই দিতে হয়, কিন্তু কীভাবে মাস্ক সেলাই করতে হয়, সেটাও কেন আমাকে শিখতে হবে?
ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে আট হাজার ৯০০ জনের।
তবে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্সের চেয়ে করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে থাকলেও এসব দেশের মতোই ব্যক্তিগত সুরক্ষা উপকরণের(পিপিই) সংকটের মুখে পড়তে হয়েছে জার্মানিকে।
এই অভিনব প্রতিবাদ জানাতে জার্মানির চিকিৎসকেরা অ্যালাইন কলোম্বিয়া নামের এক ফরাসি ডাক্তারের মাধ্যমে উৎসাহিত হয়েছেন, যিনি গত মাসে এভাবে দিগম্বর হয়ে সুরক্ষা সামগ্রীর অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।