ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমূলক এবং তা প্রত্যাহার করতে হবে। খবর ইরনার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে টেলিফোন করে হানিয়া শনিবার রাতে তার এ অভিমত প্রকাশ করেন। করোনাভাইরাস মোকাবেলার কাজে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
এ সময় জাভেদ জারিফ গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস ফিলিস্তিনি বন্দিদের জীবন বিপন্ন করে তুলেছে, এখনই মুক্তি দিয়ে তাদের জীবন রক্ষা করা সম্ভব।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়, ইরান যখন প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা করছে, তাই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।
গত এক সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের বহু রাষ্ট্র ও সরকারপ্রধান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বক্তৃতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করেছেন।