রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১০।
র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের সিপিসি-৩ এর একটি দল রাজধানীর কোতয়ালীর সৈয়দ আওলাদ হোসেন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৫পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন- আল আমিন ওরফে হীরা (৩৫), আল আমিন ওরফে পাপ্পু (২৪) ও জাহিদ হোসেন ওরফে বিজয় (১৯)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া একইদিন চকবাজারের চক সার্কুলার রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২৩ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ উজ্জল (৩২) ও আবেদ মিরাজ (২৪) নামের দুজনকে আটক করেছে র্যাব-১০ এর পৃথক দল। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশর এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করছিলো।