মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস সহায়তা তহবিল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চেয়েছেন। অতিমাত্রায় ধনী এ বিশ্ববিদ্যালয় সহায়তা তহবিল থেকে অর্থ নেওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহায়তা অর্থ পাওয়ার কথা স্বীকার করলেও তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই সহায়তা মহামারির কারণে সৃষ্ট হওয়া শিক্ষার্থীদের ‘জরুরি অর্থনৈতিক প্রয়োজন’ মেটাতে ব্যয় হবে। বিশ্বের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের বিভিন্ন অনুদান থেকে পাওয়া অর্থের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার। মঙ্গলবার করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি চাই হার্ভার্ড ঐ অর্থ ফিরিয়ে দিক। যদি তারা না দেন, আমরা অন্য অনেক কিছু করতে পারব না।
এই অর্থ শ্রমিকদের জন্য; তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাই তাদের এটা দিয়ে দেওয়া উচিত।’ পরে এক বিবৃতিতে হার্ভার্ড জানায়, তারা যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস সহায়তা, ত্রাণ ও অর্থনৈতিক নিরাপত্তা (কেয়ারস) আইনের অধীনে করোনা ভাইরাস তহবিল থেকে ৮৬ লাখ ডলার পেয়েছে। কিন্তু এগুলো তারা কোভিড ১৯ এর কারণে যেসব শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েছে তাদের জন্য ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।