প্রথমবারের মতো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসি এর সম্মেলন কক্ষে রবিবার (৮ মার্চ) বিকাল ৪ টায় ‘বঙ্গবন্ধু ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের সদস্য ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোছা. মাকসুদা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। মূল প্রবন্ধ পাঠ করেন ইমপ্লয়ি রিলেশনস এন্ড ডিসিপ্লিন এর ডিজিএম (এইচআর) নূর কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচ আর ) জয়ন্ত কুমার সিকদার।
প্রধান অতিথি আরফিন আরা বেগম মূল প্রবন্ধের প্রশংসা করে বলেন, ‘প্রবন্ধটি খুবই তথ্যবহুল। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভূমিকা অনেক। নারীরা এখন পারে এবং আমরা পারবো এটাই ক্ষমতায়নের মূল কথা। পরিবার থেকেই নারীর প্রতি সন্মান দেখানো শিখাতে হবে।’
মোছা. মাকসুদা খাতুন বলেন, ‘বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে যে কাজ করেছেন তারই ধারাবাহিকতায় আজ আমরা নারীরা এতোটা অগ্রগতি সাধন করতে পেরেছি।’
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ‘ডিপিডিসি এমন একটি প্রতিষ্ঠান যেখানে নারী-পুরুষে কোনো বৈষম্য নেই। এখানে সবার জন্য সমান সুযোগ।’
মূল প্রবন্ধের ওপর আলোচনায় ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) এ টি এম হারুন-অর-রশীদ বলেন, ‘নারীদের নিজেদের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। কেউ অধিকার দেবে না।
নির্বাহী পরিচালক আইসিটি এন্ড প্রকিউরমেন্ট এস এম শহীদুল ইসলাম বলেন, ‘নারী মানেই মা। আর তাদেও ভূমিকা অনন্য এটা কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। তাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।’
আলোচনা পর নারী দিবসের কেককাটা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিপিডিসির উর্ধ্বতন কর্মকর্তা ও নারী কর্মকর্তা-কর্মচারী ।