ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেকহা) শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে ফমেকহার আইসোলেশনে তিনি মারা যান। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মারা যাওয়া বৃদ্ধের নাম আবু শেখ। তিনি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুড়াদী গ্রামের বাসিন্দা ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানায়, গত ১ এপ্রিল আবু শেখ শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে আবু শেখের শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
সোমবার সকালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন।
ডা. সাইফুর রহমান আরও জানান, আবু শেখের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।