ইতালির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক প্রত্যাশাপূর্ণ নিরাপত্তা দেয় না। ঘরের বাইরে সবসময় মাস্ক পরা উচিত কিনা এ নিয়ে ইতালি ও অন্যান্য দেশের বিতর্কের প্রেক্ষাপটে সোমবার তিনি এ কথা বলেন।
আইএসএস জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক সিলভিও ব্রুসাফেরো বলেন, রাস্তায় অন্যদের থেকে নিরাপদ দূরত্ব মানা সম্ভব না হলে সেক্ষেত্রে অবশ্যই ফেস মাস্ক পরতে হবে।
সাংবাদিকদের তিনি বলেন, তবে মাস্ক অবশ্যই পুরোপুরি নিরাপত্তা দিতে পারে না। সিলভিও বলেন, এটি বাড়তি উপাদান। কিন্তু ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দূরত্ব রক্ষা আরো গুরুত্বপূর্ণ।
ইতালিতে আগামী সোমবার থেকে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। দেশটিতে পরিবহণ ও দোকানগুলোতে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।
সরকারি হিসেবে দেশটিতে সোমবার মৃতের সংখ্যা ৩৩৩ বেড়ে মোট ২৬ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ইতালির অবস্থান।
তবে আশার খবর, দেশটিতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা উভয়ই কমেছে।