রাজধানীর যাত্রাবাড়ীতে মির্জাবাড়ী রাজমহল হোটেলের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আটটার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম হামীম ভূঁইয়া (৩৫)। তিনি উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গুরুতর আহত অবস্থায় হামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে সোয়া নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হামীমের পরিবারের সদস্যরা জানান, রাজধানীর ডেমরা এলাকায় থাকতেন তিনি। মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে মাটিবাহী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ওই ট্রাক যাত্রাবাড়ী থানায় জব্দ রয়েছে।