যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে লকডাউন তুলে নেয়ার দাবিতে অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েক’শ জনগণ । বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের লকডাউনের বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।
বিক্ষোভকারীরা ১ মে’র মধ্যেই মিশিগানে লকডাউন তুলে নেয়ার আহ্বান জানান। তবে মিশিগান অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। চিৎকার করে বলতে থাকেন- “আমাদের প্রবেশ করতে দিন।” অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কমসংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।এসময়
বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়। অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে।
যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।
করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২০১৯ জন। মারা গেছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ।