সৌদি আরবে ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার সংস্থাটির পক্ষ থেকে এমনটি জানানো হয়।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের চেয়ে গত বছর বিশ্বে প্রায় ৫ শতাংশ কম মৃত্যুদণ্ড হয়েছে। ২০১৯ সালে পুরো বিশ্বে ৬৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে ইরানে। ইরানে গতবছর ২৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
এদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার এই তালিকা চীনকে বাদ দিয়েই করেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। কারণ হিসেবে মানবাধিকার সংস্থাটি বলছে, চীন রাষ্ট্রীয়ভাবে অনেক তথ্য লুকায়।
অ্যামেনেস্টির ধারণা , চীন হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড দিয়েও তা লুকিয়ে রেখেছে। এছাড়া উত্তর কোরিয়া, ভিয়েতনামও চীনের মতো মৃত্যুদণ্ডের তথ্য লুকিয়ে রাখে বলে জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে অ্যামনেস্টির গবেষণা বিভাগের উর্ধ্বতন পরিচালক ক্লেয়ার আলগার বলেছেন, মৃত্যুদণ্ড জঘন্য এবং অমানবিক একটি শাস্তি। সৌদি আরবের মত দেশে মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদণ্ড দেয় তারা। আগের বছর যা ছিল ১৪৯।