এ টি এম ফিরোজ মন্ডল বিশেষ সংবাদদাতাঃ
প্রেসক্লাব রাজারহাট-এর আয়োজনে এবং বিআরএসএ’র সহযোগিতায় ৫০০ শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট এর আয়োজনে ৫০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চল কুড়িগ্রাম জেলায় বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ান বিভিন্ন সামাজিক সংগঠন। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। শীতজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হলেও প্রয়োজন সুচিকিৎসা ও ওষুধপথ্য এবং শীত মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন দেখা দেয়। অসহায় দরিদ্রতম মানুষের কষ্টের তীব্রতা অনুধাবন করেই রাজারহাট প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় বিআরএসএ সহযোগিতায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৫০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করে। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও নূরে তাসনিম। প্রেসক্লাব সভাপতি এসএ বাবলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ওসি মোঃ রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কেন্দ্রীয় বিআরএসএ’র কেন্দ্রীয় সদস্য, প্রেসক্লাব রাজারহাট এর উপদেষ্টা সাব-রেজিস্ট্রার রামজীবন কুন্ডু, সরকারি এম. আই কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম (রানা), উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), যুবলীগ নেতা ও রাজারহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজেদুর রহমান মন্ডল বুলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়সহ প্রেসক্লাবের সাংবাদিকগণ।