উচ্চশিক্ষায় পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ কন্সাল্টেন্সি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর গোল্ডেন টিউলুপ দ্যা গ্র্যান্ড মার্কে বুধবার শুরু হয় এ মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ মেলা।
মেলায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু, ইউনিভার্সিটি অব ম্যানিটবা, ওয়িলফ্রিড লাউরিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ব্রঞ্চ উইক, কলম্বিয়া কলেজ, নর্থ আইল্যান্ড কলেজ, আকাডিয়া ইউনিভার্সিটি, ম্যাকইউন ইউনিভার্সিটিসহ কানাডার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় স্টুডেন্ট ব্যাংকিং এর যাবতীয় তথ্য প্রদান করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো কালান্তর মাল্টিমিডিয়া লিমিটেড ও কো-স্পন্সর করেছে ব্রিটিশ কাউন্সিল।