তারকার সংসার, তারকার শিল্পকর্ম
প্রতিটা মানুষই সৃষ্টিতে আনন্দ পায়। তাই অর্থের পাশাপাশি সৃষ্টিশীল শিল্পকর্মের প্রতিও নেশায় মেতে থাকে সবাই। পাশাপাশি মানুষ মাত্রই প্রেম-বিয়ে-ভালবাসার প্রত্যাশায় জীবন নিয়ে স্বপ্ন দেখে। সুখের সংসার গড়ে স্বামী-স্ত্রী-সন্তান নিয়ে সমাজে আত্মমর্যাদায় বেঁচে থাকতে চায়। কিন্তু মিডিয়া-চলচ্চিত্রের মানুষের জন্য সংসার নামের সামাজিক বন্ধন কি সোনার হরিণ হয়ে যায় ?
গত কয়েকদিন আগে শবনম ফারিয়ার সংসার ভেঙ্গেছে। এতে অনেকেই নানাভাবে সমালোচনা করেছে। তারকাদের বিয়ে-সংসার এমনই হয়- এমন মন্তব্যও করেছে। শবনম ফারিয়া নারি বলে তাঁর দোষটাই মানুষ দেখেছে বেশি। আসলে কি সংসার ভাঙ্গার পেছনে একজন নারি-অভিনেত্রিই দায়ি ? এমন দৃষ্টিভঙ্গি নারিদের সৃষ্টিশীল কাজে এগিয়ে যাওয়ার অন্তরায় হবে এটাই স্বাভাবিক। আজকের শিশু নারিদের প্রতি এমন বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গে দেখে সেও হয়তো অভিনয়ের মতো এমন একটা সামাজিক আন্দোলনের পেশার নেশা থেকে দূরেই থাকতে চাইবে। আসলে কি তারকাদের সংসার মানেই উত্তাল নদীর ঢেউয়ে কুল ভাঙ্গার মতো ? অভিনয়শিল্পীদের পাশাপাশি অন্য জগতের নারিদের সংসার ভাঙ্গেনা? ভিন্ন জগতের সব মেয়েরা বিয়ে করেই কি সংসার নিয়ে সুখে থাকে ? ফারিয়ার ঘটনার পরে ফেসবুকে ভাইরাল হয় আরেকটা ঘটনা। এক প্রবাসী স্বামী তার স্ত্রীর সাথে পরপূরুষের অভিনয় করে স্ত্রীর কুকর্ম চিন্হিত করেছে। ফেসবুকে সেই দম্পতির দ্বন্দ্ব-কলহ ও পরে স্বামী বেচারর ভিডিও দেখে অনেকেই বুঝতে পারেন, আমাদের সমাজে শুধু শবনম ফারিয়ার মতো অভিনয় শিল্পীদের সংসার ভাঙ্গেনা, শহর-গ্রামে এমন হাজারো ঘটনা ঘটছে, যেখানে প্রতিদিন শতশত সংসার ভাঙছে, মামলা-মোকদ্দমা হচ্ছে। তাহলে অভিনয় শিল্পীদের দোষ দিয়ে সৃষ্টিশীল কাজকে ছোট করা হয় কেন ? কারন, তাঁরা তারকা। সামান্য ঘটনা হলেও ফলাও করে পত্রিকায় ছাপা হয়, টিভি-মিডিয়াতে নিউজ হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শবনম ফারিয়াকে অনেকেই সান্ত্বনা দিয়েছে, তাঁর প্রতি অনেকেরই সফ্ট-কর্ণার রয়েছে। তিনি বিচ্ছেদের ঘটনায় ব্যথিত হয়ে চমৎকার স্ট্যাটাস দিয়েছেন। সবাইকে তাঁর বাস্তবতা জানাতে চেষ্টা করেছেন। তিনি বিচ্ছেদের মতো এমন ঘটনায় মর্মাহত হয়েও পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ও সচেতনতা থেকে তার বক্তব্য পরিস্কার করেছেন। না করলেও পারতেন, কিন্তু তিনি তা করেছেন। কারন তার অনেক শুভাকাঙ্খী আছে, অনুসারী আছে, ভক্ত আছে, তাঁরা যেন মর্মাহত না হন, মানুষ যেন অভিনয় শিল্পীদের ভুল না বুঝে। প্রতিটা বিচ্ছেদের পিছনেই অনেকগুলো ছোট-বড় গল্প ও ঘটনা থাকে, তা যে শ্রেণী-পেশার মানুষই হোক। এই সচেতনতা আমাদের মাঝে জাগ্রত হোক। শুধু শবনম ফারিয়া বা অভিনয়শিল্পীদের দোষ না দিয়ে বাস্তব সত্যটা বুঝা উচিত।
// আহমেদ কামাল