প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ২৪ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৪৬ শ’ ছাড়িয়েছে।
চীনের বাইরে এখন ইতালিতে করোনা ভাইরাসে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এরপরের অবস্থানে রয়েছে ইরান। ইতালির সরকারি তথ্যে আরো বলা হয়েছে, করোনায় আক্রান্তের ৪ দশমিক ২৫ শতাংশের মৃত্যু হয়েছে। যা বিশ্বের মধ্যে এই ভাইরাসে মৃত্যুর সর্বোচ্চ হার।
এদিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩শ’ ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে জন হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে শুধুমাত্র চীনেই ৩ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে মারা গেছে ২শ’ ৬৭ জন। এদের মধ্যে ইরান ও ইতালিতে মৃতের সংখ্যা বেশি।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিটি দেশ যেন করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ইতিমধ্যে ৮০ টির বেশি দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় । বিবিসি, আল জাজিরা।