করোনা ভাইরাস প্রতিরোধে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ বন্ধ করার ঘোষণা দিয়েছে চীন ও নেপাল। বৃহস্পতিবার নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাউন এভারেস্টে আরোহণ বন্ধ থাকবে। এদিকে চীনও তিব্বতের অংশ দিয়ে মাউন্ট এভারেস্টে আরোহণ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, নেপাল প্রতিবছর চার মিলিয়ন ডলার পর্বতারোহণ খাত থেকে আয় করে।
এই বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী অফিসের সচিব নারায়ণ প্রসান বিদারি বলেন, এই বছরের মতো এভারেস্ট আরোহণের সকল অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও নেপাল সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, যেসব বিদেশীদের বাধ্য হয়ে নেপালে আসতে হবে তাদেরকে ১৪ দিনে কোয়রেন্টাইনে থাকতে হবে।
প্রতিবছর যুক্তরাষ্ট্র, ভারত , চীন, যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে অনেক পর্বতারোহী এভারেস্ট জয় করার জন্য মার্চ থেকে এপ্রিলের মধ্যে নেপাল আসেন। এই সময়টাই এভারেস্টে চড়ার উপযুক্ত সময়।