স্পেনে এক দিনে ৩৯৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি।
আল জাজিরার খবরে বলা হয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্পেনেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৯৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে দেশটিতে করোনার থাবায় প্রাণ গেলে ১৭২০ জনের। গত একদিন আগেও দেশটিতে মৃতের সংখ্যা ছিল ১৩২৬ জন।
দেশটির কয়েকটি গণমাধ্যমের দেওয়া খবরের বরাত দিয়ে আল জাজিরা আরও জানায়, একদিন আগে গত শনিবার পর্যন্ত স্পেনে মোট ২৪৯২৬ জন আক্রান্ত ছিল এবং একদিন পরেই রবিবার এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৮৫৭২ জনে।
প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীনের চেয়েও করোনায় মারা গেছে ইতালিতে।