করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
৭৬ বছর বয়সী লরেঞ্জোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে লরেঞ্জো দুরান। ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সভাপতি ছিলেন তিনি। ২০০০ সালের নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজের কাছে হেরে যান।
লরেঞ্জোর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল আরও আগেই। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। শোক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, রিয়াল মাদ্রিদ এবং বোর্ড পরিচালকরা অত্যন্ত বেদনাহত ও শোক জানাচ্ছে।
লরেঞ্জোর অধীনে রিয়াল একবার করে লা লিগা ও সুপার কাপ, দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ৩৮ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে বার্নাব্যুর রাজারা।
ব্রাজিলের রবের্তো কার্লোস, ডাচ ক্লেরেন্স সিডর্ফ, সার্বিয়ার প্রেদ্রাগ মিয়াতোভিচ, ক্রেয়োশিয়ার ডেভর সুকারের মতো তারকাদের বার্নাব্যুতে এনেছিলেন তিনি। লরেঞ্জোর ৪৬ বছর বয়সী ছেলে দুরান ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত রিয়াল জার্সিতে খেলেছেন।