মিয়ানমারের সাধারণ নির্বাচনে নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এন এলডি।
তবে নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান বিরোধীদল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি- ইউএসডিপি । কিন্তু নির্বাচন কমিশন বলছে এর চেয়ে স্বচ্ছ নির্বাচন হতে পারে না।
মিয়ানামরের নির্বাচনে সরকার গঠনের জন্য নিম্নকক্ষের ৪৪০ আসনের মধ্যে কোন দলের প্রয়োজন ৩২২ টি । ৮ই নভেম্বরের ভোটে তা নিশ্চিত করে ৩৯৯ আসন পেয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি । বিপুল ভোটে জয়ের পর গেল শুক্রবার জাতীয় ঐক্য সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ঐক্যের সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাখাইন ও শান পার্টিসহ ৩৯ টি সংখ্যালঘু দলকে সঙ্গে নিয়ে কাজ করার আমন্ত্রণও জানিয়েছে সুচির দল এনএলডি। যদিও নির্বাচনের বাইরে রাখা হয় রাখাইন, শান ও কাচিন রাজ্যের রোহিঙ্গাসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ২৬ লাখ মানুষকে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা হয়নি । এরই মধ্যে সু চিকে আগাম অভিনন্দন জানিয়েছে ভারত, জাপান, সিঙ্গাপুর। তবে সেনা সমর্থিত বিরোধীদল ইউএসডিপি জানিয়েছে, এই নির্বাচন তার মেনে নেবে না। একই সঙ্গে পক্ষপাতহীন নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।
অন্যদিকে বিরোধীদের এমন দাবির জবাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকা নিয়ে বিশ্বে নানা সমালোচনা থাকলেও দেশটির অভ্যন্তরে বেশ জনপ্রিয় তার দল। এবারের নির্বাচনে জয়ী হয়ে আবারও দেশ পরিচালনা করবে সু চির দলই,তা বলে দিচ্ছে ভোটের প্রাথমিক ফলাফলই।