শিশুদের নোবেল খ্যাত ‘আন্তর্জাতিক শিশু শান্তি’ পুরস্কার পেলেন বাংলাদেশের নড়াইলের সাদাত রহমান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করায় তাকে এই পুরস্কার দেয়া হয়েছে।
শুক্রবার নেদারল্যান্ডসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভিডিও কনফারেন্সে সাদাতের হাতে প্রতীকী পুরস্কার তুলে দেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সাদাত রহমান ও তার দল সাইবার বুলিয়িং থেকে শিশু-কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে। সাদাত ‘সাইবার টিনস’ নামে একটি অ্যাপ চালু করেছে, এর মাধ্যমে সাইবার বুলিয়িং এর শিকার শিশু-কিশোররা নানা অভিযোগ করতে পারে। অভিযোগের ভিত্তিতে নানা সহযোগিতা পেয়ে থাকে তারা।
গত বছর সুইডেনের শিশু পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরুনের ডিভিনা মালম যৌথভাবে এই পুরস্কার পেয়েছিরো। ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে ‘কিডস-রাইটস’ নামের একটি সংগঠন।