চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মো. জসিম (২৫)।
মঙ্গলবার রাতে উপজেলার মধ্যম গোবিন্দরখিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. জসিম একই এলাকার রাকিব হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, রাতে উপজেলার মধ্যম গোবিন্দরখিল গ্রামের চা দোকানে জীবন নামের এক যুবকের সঙ্গে জসিমের তর্কাতর্কি হয়।
এর কিছুক্ষণ পর চা দোকানের অদূরে গ্রামের রাস্তার মাথায় গেলে জসিমের পেটে ছুরিকাঘাত করে জীবন ও তার ভাই ইমন।
এ সময় গুরুতর আহত জসিমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে জীবন ও ইমন পলাতক রয়েছেন।