প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনো সম্রাটের সহযোগী ও যুবলীগের বহিষ্কৃত নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সোমা। জামিনের মেয়াদ শেষ হলে তিনি আইনজীবীর মাধ্যমে নিু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী তাপস চন্দ্র দাস।
অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। আদালত জামিন নাকচের আদেশ দিলে সোমা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাকে তার আত্মীয়রা সান্ত্বনা দেন।
১৭ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সোমার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় সোমার বিরুদ্ধে ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ক্যাসিনো গডফাদার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী জাকির হোসেনকে গত বছরের ২৯ অক্টোরব ভোলা থেকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে তিনিও কারাগারে আছেন।