আজ ২০ই জানুয়ারী ২০২১ ইং, রোজ বুধবার। “উত্তর হামছাদী নব জাগরণ যুব সংঘের” পক্ষ হতে “উত্তর হামছাদী তা’লীমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার” এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরন করেন উত্তর হামছাদী নব জাগরন যুব সংঘের সাবেক আহবায়ক, জনাব সাইফুল ইসলাম খন্দকার, সাবেক যুগ্ন আহবায়ক, জনাব নূর নবী খোকন, সাবেক যুগ্ম আহবায়ক, জনাব ইউসুফ হোসেন। অত্র অনুষ্ঠান পরিচালনা করেন “উত্তর হামছাদী তা’লীমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার” প্রিন্সিপাল মহোদয়। কম্বল বিতরণ এর প্রধান পৃস্টপোশকতা ছিলেন, “উত্তর হামছাদী নব জাগরণ যুব সংঘের সকল সদস্য বৃন্দ।
সংগঠনটি ইতি পূর্বে এলাকায় অনেক সামাজিক কাজে অংশগ্রহন করে। এই সময় সংগঠনটির পক্ষ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ভবিষ্যতে আরো ভালো কাজ করে যাবে এলাকার দুস্ত, অসহায় মানুষের জন্য। সংগঠনের পরিচালনা পরিষদ থেকে জানানো হয় এলাকার মানুষের শিক্ষা উন্নয়ন, সামাজিক উন্নয়ন, গরীবদের সহযোগিতা সহ আরো অনেক ভালো কাজ করার জন্য যুব সমাজকে সঙ্গে নিয়ে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন।