চাঁদপুর জেলার মতলব উত্তরে রাতের আধারে রাস্তা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এমে চরম দূর্ভোগে পড়েছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা । শুক্রবার গভীর রাতে প্রায় অর্ধ শতাধিক লোক রাস্তার বেশ কয়েকটি স্থান থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যায় । সংবাদ পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দিলে পালিয়ে যায় দূর্বৃত্তরা । এদিকে রাস্তা কাটার প্রতিবাদে গত শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ।
মতলব উত্তরের ১০ নং ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান আজমল হোসেন চৌধরী বলেন, সম্প্রতি সরকারের ৪০ দিনের কর্মসুচির আওতায় ৪ লাখ ৮ হাজার টাকা ব্যায়ে উত্তর ঠেটালিয়া থেকে উত্তর ফতেপুর পর্যন্ত নতুন রাস্তাটি নির্মাণ করা হয় । ঘটনার রাতে দূর্বৃত্তরা রাস্তাটি কেটে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে ফেলে ।
সংবাদ / রোকন উজ্জামান মতলব