বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশের ১১টি স্থলবন্দর দিয়ে বিদেশী নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরােপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করােনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করােনা ভাইরাসের ‘ অধিকতর সংক্রমণ রােধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত বর্তমানে বাংলাদেশের চালু সকল স্থলবন্দরসমূহের (বেনাপােল, ভােমরা,বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া) মাধ্যমে বিদেশি নাগরিকগণের বাংলাদেশে প্রবেশ নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলাে।
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫০ জন।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২হাজার জন।
করোনার বিস্তার রোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।