জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ২৩ দিনে দেশের বিভিন্ন স্থানে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোম ও মঙ্গলবার নয় জেলায় মারা গেছেন নয়জন। তারা করোনায় আক্রন্ত ছিলেন কিনা, জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া বারিশালে লাশ রেখে পালিয়ে যান স্বজনরা। পরে পুলিশ ওই লাশ দাফন করে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন এক যুবক মঙ্গলবার দুপুরে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সারিয়াকান্দি উপজেলার ওই ব্যক্তি শহরের সাবগ্রাম আকাশতারা গ্রামে বাড়ি করে বসবাস করেন। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে মঙ্গলবার সন্ধ্যায় আরেক ব্যক্তি মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে বিকালে ভর্তি হয়েছিলেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, শহরের নিশিন্দারা শৈলালপাড়ার ওই ব্যক্তি একটি পেট্রোল পাম্পে ক্যাশিয়ারের চাকরি করতেন।
খুলনা :খুলনায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে দু’জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজনের বাড়ি রূপসা উপজেলার রাজাপুরে ও এক বৃদ্ধার বাড়ি নগরীর লবণচরা এলাকায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টায় রূপসার ওই ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, ভোর ৬টায় যক্ষ্মায় আক্রান্ত ওই নারী মেডিসিন ওয়ার্ডে মারা গেছেন। তার শ্বাসকষ্ট ছিল, সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় জ্বর ও সর্দি-কাশিতে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটার চৌগাছার দাইপাড়ায় নৈশপ্রহরী ও আশাশুনির কাকবাশিয়া গ্রামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শওকত বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে।
বরিশাল : মেহেন্দিগঞ্জের এক বাসিন্দা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর পর তার লাশ রেখে পালিয়েছে স্বজনরা। পরে জানাজা শেষে পুলিশের উদ্যোগেই লাশ দাফন করা হয়েছে। রোববার মেহেন্দিগঞ্জের উলানিয়ার লালকুঞ্জ এলাকার ওই ব্যক্তি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় ও কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আরাফাত হাসান ও মিজানুর রহমান পুলিশ সদস্য নিয়ে এ কাজ করেন।
দাগনভূঞা (ফেনী) : দাগনভুঞা জায়লস্কর ইউনিয়নের সোনাপুরে সোমবার রাতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে।
পটুয়াখালী ও দক্ষিণ : পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী সদর উপজেলা সেহাকাঠি গ্রামে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা প্রটোকল অনুযায়ী তার লাশ দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে পটুয়াখালীতে নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামে সোমবার রাতে শ্বাসকষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়েছে।
চট্টগ্রাম : করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দমদমা দিঘীরপাড় এলাকার এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর পরিবার ও আশপাশের দুটি বাড়ি লকডাউন ও সংস্পর্শে থাকা ২৮ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : মোহনগঞ্জের নওগাঁয় মঙ্গলবার বিকালে করোনা সন্দেহে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই মেডিকেল টিমে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা ডা. নূর মো. শামসুল আলম, আরএমও ডা. সুবীর সরকার, মেডিকেল টেকনোলজিস্ট হাবিবুর রহমান প্রমুখ। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন কর সকালে হাওরে ধান কাটতে যায়। এ সময় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বাড়িতে ফিরে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে।