ভারতের চেন্নাই শহরে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া আরও ১৬৬ বাংলাদেশিকে দেশে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদের মধ্যে পাঁচজন শিশু।
এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮২৭ জনকে দেশে আনল বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি।
শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচজন শিশুসহ মোট ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশি নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুর ২টা ৪৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরে আনতে এটিই ছিল ইউএস-বাংলার শেষ ফ্লাইট।
শনিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ নিয়ে ভারতে আটকে পড়া মোট ৯৯৬ জন বাংলাদেশি ৬টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন।