রাজবাড়ী সদর উপজেলার পদ্মায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তার নাম আবদুর রাজ্জাক মণ্ডল (৩৫)।
শনিবার সকাল ৮টার দিকে পদ্মা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে একইদিন ভোর ৫টার দিকে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে পদ্মায় ডুবে নিখোঁজ হন ওই জেলে।
নিহত রাজ্জাক মণ্ডল সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মো. ওসিমদ্দিন মণ্ডলের ছেলে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোরে রাজ্জাক মণ্ডলসহ কয়েকজন জেলে ট্রলার নিয়ে ধাওয়াপাড়া এলাকায় পদ্মায় মাছ শিকারে যান। এসময় রাজ্জাক ট্রলারের বৈঠা ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন।
পরে সকাল ৮টার দিকে পদ্মা থেকে রাজ্জাকের মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওই কর্মকর্তা।