টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিয়া ধলীপাড়া গ্রামে নানা বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে কালিয়া গোহাইলবাড়ি পাড়া এলাকায় বাবার বাড়িতে লাশ দাফন করা হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ওই গৃহবধূ স্বামীর বাড়ি পাশের ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে সখীপুরে কালিয়া গ্রামের নানাবাড়ি অসুস্থ অবস্থায় আনা হয়। কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। পরে সন্ধ্যার পর ওই গৃহবধূ মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘র্যাপিড রেসপন্স টিম’ এর মাধ্যমে রাত আটটার দিকে ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই নারী ৩-৪ দিন ধরে স্বামীর বাড়িতে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও গলাব্যথায় ভুগছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে রাতে লাশ দাফন হয়নি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মেয়েটির বাবার বাড়িতে লাশ দাফন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, ওই গৃহবধূর বাবা ও নানার বাড়ির লোকজনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।