করোনাভাইরাস প্রতিরোধে চার দেশ ও অঞ্চল বাদে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ২১ মার্চ (আজ শনিবার) রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বার্তায় জানায়, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে কোনো শিডিউল আন্তর্জাতিক যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজকে দেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হবে না।