শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। জামাল ও তপুর গোলে লাল-সবুুজের জয় ২-১ গোলে। আর এই জয়ের মধ্যে দিয়ে ১৮ বছর মালদ্বীপের বিপক্ষে এই জয়খরা কাটাল বাংলাদেশ।
সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশ। ১২ মিনিটেই এগিয়ে যায় বেঙ্গল টাইগার্স। রহমতের লম্বা থ্রো থেকে বল পেয়ে যান ফাঁকায় দাড়িয়ে থাকা জামাল ভূঁইয়া। আলতো ছোঁয়ায় বল জালে জড়াতে ভুল করেননি অধিনায়ক।
প্রথম অবস্থায় রেফারি অফসাইডের বাঁশি বাজালেও, পরবর্তীতে গোলের সিদ্ধান্ত দেন। লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ৩৩ মিনিটে ইব্রাহিমের গোলে সমতায় ফেরে মালদ্বীপ।
দ্বিতীয়ার্ধে, বেশ কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ। অপেক্ষা ফুরোয় ৮৭ মিনিটে। বিপলুকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুন করেন তপু বর্মন। এই জয়ে, টুর্নামেন্টের ফাইনালের পথে এগিয়ে গেলো জামালরা।
মতামত দিন