গ্রীষ্মের তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখন রাজধানীর অনেক এলাকাতেই দেখা দিয়েছে পানির সমস্যা। প্রায় ৩ মাস ধরে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে দুর্গন্ধ। যা পানের অযোগ্য বলছেন নাগরিকরা।
এ নিয়ে ওয়াসা বলছে, পানি শোধন করার পরও থাকছে অ্যামোনিয়ার গন্ধ। তবে তা বিষাক্ত নয়।
রাজধানীর জুরাইন এলাকাবাসীর কাছে বিশুদ্ধ পানি যেন এক ধরনের কল্পনা। তাদের বাড়ির কলের পানির সঙ্গে বের হচ্ছে ময়লা। আর সাথে দুর্গন্ধ।
বাসিন্দাদের অভিযোগ পানি ফুটিয়েও কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে পানি। অথচ ওয়াসাকে মাসিক পানির বিল দিতে হচ্ছে তাদের।
এমন বাস্তবতা জুরাইনের প্রতিটি বাড়িতে। অভিযোগ দিয়েও মিলছে না কোনো প্রতিকার। ডায়েরিয়ার প্রকোপ শুরুর পর থেকেই পানির এমন সমস্যায় ভুগছেন যাত্রাবাড়ী, কদমতলী, ফার্মগেট, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।
তবে ওয়াসা বলছে, পানিতে কিছুটা দুর্গন্ধ থাকলেও তা মানবদেহের জন্য ক্ষতিকর নয়।
এ ছাড়াও রাজধানীর মনিপুর, আগারগাঁও, পীরেরবাগসহ বেশ কিছু এলাকায় পাম্পের সমস্যার কারণে দেখা দিয়েছে পানির সরবরাহ সংকট।
মতামত দিন