জয়পুরহাটে কালাইয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মসজিদের ইমাম খুন হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন ) দিবাগত গভীর রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বুধবার (৮ জুন ) সকালে উপজেলার মোলামগারী হাট রাস্তার কিছু অদূর থেকে তার মরদেহ উদ্ধার করে কালাই থানা পুলিশ।
নিহত ইমামের নাম মহসিন আলী (৩১)। তিনি উপজেলার বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মহসিন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলো
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহসিন স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন মহসিন। প্রতিদিনের মতো ৭জুন বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রাখলে বুধবার সকাল ৬টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কালাই থানায় নিয়ে আসে।
এ সময় লাশের পড়নে ছিল গেঞ্জি ফুলপ্যন্ট । এলাকাবাসীর ধারণা, পৃর্বের বিরোধ নিয়ে কোনো পক্ষ হয়তো মহসিনকে হত্যা করে থাকতে পারে।
কালাই থানার ওসি মুইন উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসিনের শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন