চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই থেকে আসা উড়োজাহাজ থেকে ৫৬ টি স্বর্নের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব বার জব্দ করা হয়।
বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ওয়ান ফোর এইট ফ্লাইট টি সকালে বিমান বন্দরে অবতরণ করে।
যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশী করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। সিটের নিচ থেকে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের ৬ কেজি ৫২৪ গ্রাম স্বর্ণের বার পাওয়া হয়। বারগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মতামত দিন