• ২০২৪ এপ্রিল ১৯, শুক্রবার, ১৪৩১ বৈশাখ ৫
  • সর্বশেষ আপডেট : ০৩:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বকাপ যেন দেশের জন্যে অভিশাপে পরিনত না হয়

  • প্রকাশিত ০৩:০৪ পূর্বাহ্ন শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
বিশ্বকাপ যেন দেশের জন্যে অভিশাপে পরিনত  না হয়
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

বিশ্বকাপ আসলেই শুরু হাতাহাতি মারামারির মতো অনেক ঘটনা বাংলাদেশ ৫০% ব্রাজিল ৫০% আর্জেন্টিনা সমর্থক এ নিয়ে মারামারি করে অনেকেই আহত হয়, আবার নিহত হওয়ার ও খবর পাওয়া যায় অনেক জায়গায় ।

ফুটবলের সবচেয়ে বড় উৎসব এই প্রথম শুরু হয়েছে মধ্যপ্রচ্যের কোন মরুময় দেশে শুরু হয়েছে।

শুকবার ২৫ নভেম্বর রাত ৩ ঘটিকায় কাতার বিশ্বকাপে ব্রাজিলের কাছে সার্বিয়া পরাজিত হওয়ায় সিলেট নগরীর মজুমদারি ,ওসমানি মেডিকেল কলেজ পয়েন্ট, চোকিদেখী,খাসদবীর,আম্বরখানা,বাদাম বাগিছায় খণ্ড খণ্ড আনন্দ মিছিল করেছে ব্রাজিল সমর্থকরা মিছিলে

স্লোগান ছিল, হই হই রই রই আর্জেন্টিনা গেল কই। 


তারা চকলেট বোম ফুটায় ও উচ্চ বাশি বাজানো হয় এতে প্রত্যেক এলাকার অসুস্থ মানুষের অনেক কস্ট সময় পার করতে হয় অনেক হাসপাতালের সামনে এই

মিছিল করায় চকলেট বোমের শব্দে রোগিদের অনেক সমস্যা হয় অসুস্থ মানুষের জন্যে এই রাত অভিশাপ হয়ে কাজ করে।

জানা যায়,এসব চকলেট বোম বিক্রি হচ্ছে সিলেট বন্দরবাজার হকার মার্কেটে।

আমরা কি একবারও ভেবে দেখেছি প্রত্যেক এলাকায় চকলেট বোম উচ্চ শব্দের বাশি নিয়ে আনন্দ মিছিল করার সময় এখানে রয়েছেন অসুস্থ মানুষ।

অনেকের হাডের সমস্যা অনেক হাসপাতালে এগুলো কিছুই আমরা তউক্কা করছি না। এরা আমাদের পিতা মাতা শিশু সন্তান আমাদের প্রতিবেশী।


নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কেয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান! তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, হে প্রভু! আপনি তো সব সৃষ্টির প্রতিপালক, আমি কীভাবে আপনার সেবা করতাম?


তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা করনি, তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানে আমাকে পেতে!' (মুসলিম)

সর্বশেষ