রাজধানীর ইসিবি চত্বরে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল এক নারী পথচারীর। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাস দুইটি জব্দ করা হয়েছে। চালকদেরও আটক করা হয়েছে।
ডিএমপি গুলশান জোনের ট্রাফিক সার্জেন্ট টিটন দেবনাথ জানান, নিহত নারীর নাম কুলসুম বেগম। সকালে ইসিবি চত্বরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় তার সাথে ২-৩ বছরের একটি শিশুও ছিল।
তিনি বলেন, ইসিবি মোড়েই রাজধানী পরিবহন ও বসুমতী পরিবহনের দুইটি বাসের প্রতিযোগিতার সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী কুলসুম বেগমের বাড়ি বরিশালে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস দুইটিকে জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালকদেরও। নিহত কুলসুম বেগমের সাথে থাকা শিশুটি বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছে।
মতামত দিন