ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মো কাউসার (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার এম কে ডাঙ্গী গ্রামের জালাল খানের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইন্তাজ মোল্লা ডাংগী বালুর ভিডির উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্লা ডাংগী গ্রামের পদ্মা নদীর তীরে বালুরভিটির উপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।
তিনি আরো জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে তার ধারণা।
মতামত দিন