দাম বাড়ালেও বাজারে চিনির সংকট কাটেনি বলে দাবি করছে ব্যবসায়ীরা। খোলা চিনি নেই, প্যাকেট চিনিও নাগালের বাইরে। চাল-আটা-সয়াবিনের দামও বাড়তি। তবে স্বস্তি ফিরেছে ডিম ও সবজির বাজারে।
রাজধানীর বাজারে সব নিত্যপণ্যের দেখা মিললেও নেই চিনি। আর এই সংকট চলছে দুই মাস ধরে।
খোলা চিনি উধাও হলেও, পাওয়া যাচ্ছে প্যাকেট চিনি। সরকার নির্ধারিত দাম ১০৮ টাকা হলেও বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামে। এ অবস্থার জন্য বিপণন প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা।
কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে চালের দাম। মোটা পাইজাম ৫৬-৬০ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০-৭২ ও সরু নাজির বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি।
আর আটার দাম এক মাসে বেড়েছে তিন দফা। এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। আর বোতলের সয়াবিনের দাম ১৯০ টাকা লিটার।
তবে স্বস্তি ফিরেছে ডিমের দামে, বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা ডজনে। সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। শিম, মুলা, বাঁধাকপি ও ফুলকপি কেনা যাচ্ছে ৪০ টাকার মধ্যে। তবে টমেটোর দাম এখনও ১০০ টাকার ওপরে।
মতামত দিন