আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত মেনে কর অব্যাহতি নিয়ে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে একবারেই নয়, ধীরে ধীরে কর অব্যাহতি কমানো হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এনবিআর সম্মেলন কক্ষে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
দেশে ১৯৭৪ সালে প্রথম কর অব্যাহতি সুবিধা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি কর অব্যাহতি আছে ভ্যাট খাতে। এ ছাড়া শুল্ক খাতেও কর অব্যাহতি আছে।
বর্তমানে রপ্তানিকারক, দেশীয় শিল্প-প্রতিষ্ঠান, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে প্রায় আড়াই লাখ কোটি টাকার কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।
গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে এনবিআরের সঙ্গে বৈঠকে কোন কোন খাতকে কর অব্যাহতির তালিকা থেকে বাদ দেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা করার পরামর্শ দেয় আইএমএফের প্রতিনিধিদল।
মতামত দিন