মাশরাফি বিন মোর্তজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য।
এ সময় ওবায়দুর কাদের আরও জানান, যে পদগুলো শূন্য আছে সেগুলো পূরণ করার জন্য আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব অর্পণ করেছেন।
দুই তিনদিনের মধ্যেই পদগুলো পূরণ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে সভাপতিমন্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও নিজ পদে বহাল আছেন। ওই দিন ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়।
বাকি ৩৩ পদ ফাঁকা রাখা হয়। আজ একটি পদে মাশরাফির অন্তর্ভুক্তিতে আরও ৩২টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে নির্বাহী সদস্যের পদই ২৮টি। এর বাইরে উপপ্রচার সম্পাদক, শ্রমবিষয়ক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর দুটি পদ ফাঁকা রয়েছে।
মতামত দিন