আজও কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। রোববার সকাল থেকে ঘন কুয়াশার কারণে রাজধানীতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়ার অধিদপ্তর বলছে, রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি এলাকার তাপমাত্রাও শৈত্যপ্রবাহের কাছাকাছি।
কিছু কিছু স্থানে কুয়াশা এত ঘন হয়ে জমে যে ২০ হাত দূরের জিনিসও দৃশ্যমান হয় না। শীত ও কুয়াশার এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে শীতের দাপট আরও বাড়তে পারে। কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শৈত্যপ্রবাহ শক্তিশালী হয়ে আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটছে জীবনযাত্রায়। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক শূন্য নয়।
মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বিভিন্ন জায়গায়। হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সড়ক মহাসড়কে হেডলাইড চালিয়ে যানবাহন চলাচল করছে।
গত দু'দিন ধরে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা উত্তরাঞ্চলের জেলাগুলোতে। মেহেরপুরে কিছুটা তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। সূর্যের দেখা মিলছে না অনেক বেলা পর্যন্ত।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল ছয়টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যশোরের ওপর দিয়েও বইছে মৃদু শৈত্য প্রবাহ। শীতে কাজ না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
মতামত দিন