ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে রোববার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। সেসময় মাঝ নদীতে আটকা পড়ে ১টি ফেরি। ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যানবাহন। ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, মধ্যে রাত থেকে কুয়াশা বাড়তে থাকলে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হলে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। সকাল সাড়ে আটটায় কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
মতামত দিন