রংপুরে ধাপ বনানী এলাকায় বসবাসরত মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকারের নাত্নি মোসাম্মৎ ফিরোজা আফরোজ (জয়সা)হাজীপাড়া তানযীমুল উম্মাহ ক্যাডেট গার্লস মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে, মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে অবস্থান করে।গত ৩০/১২/২০২২ আনুমানিক সন্ধ্যা ৫/৩০ দিকে বাসার বাহিরে গেলে নারী খেকো শিহাব আহমেদ সাগর পিতা সিরাজুল ইসলাম বাসা নাম্বার ৪১ রোড নাম্বার ৫. ধাপ বনানী। কাপড় দেয়ার প্রলভন দেখায়,এতে জয়সা যেতে না চাহিলে তাকে জোর করে সাগর তার নিজ বাড়িতে নিয়ে যেয়ে ধর্ষণ করার জন্য জয়সার সেলোয়ার কামিজ হিজাব খুলে ফেলে।পরে জলসা আত্মরক্ষার্থে চিৎকার দিয়ে সাগরের বাসা থেকে বের হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। পরে উত্তেজিত জনতা সাগরকে মারধর করলে সাগর পালায় যেতে সক্ষম হয়। আরো জানা যায় উক্ত সাগর রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অধ্যায়নরত থাকা অবস্থায় শ্রীলতাহানি করার দায়ে পুলিশ লাইন কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়।
মতামত দিন