ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ সদুরচর (সেলটেক সিরামিক ফেক্টরি) সংলগ্ন এলাকা থেকে মা ও দুই সন্তান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ জানুয়ারী সকাল থেকে এখন অবদি তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তির নাম আসমা বেগম। সে ওই এলাকার মোঃ বাবু এর স্ত্রী। এ সময় তার সাথে ছিল বড় ছেলে মোহাম্মদ সিফাত (৫) বছর, ছোট ছেলে মোঃ আলী (দেড় বছর)। ছোট ছেলের এক পায়ে পোড়া চিহ্ন আছে।
জানা গেছে, নিখোঁজ হওয়া আসমা বেগম এর মাথায় একটু সমস্যা রয়েছে। সে বাসা থেকে বের হওয়ার সময় সন্তানদের নিয়ে বের হয়ে যায়। যদি কোন হৃদয়বান মা ও দুই সন্তানের সন্ধান পান তা হলে মোঃ সুমন এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নং- +৮৮০১৭১৮-০৭৩৫২০, +৮৮০১৭৯১-৩৬১৫০৪।
মতামত দিন