বড় কোনো তারকা নেই কিন্তু দলের সব সদস্যকে এক সুতোয় গেঁথেছেন তিনি। একটি দলে পরিণত করেছেন তিনি সিলেটকে। যে কারণে, রাউন্ড রবিন লিগ শেষ করেছে শীর্ষে থেকে। প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রংপুরকে ১৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স।
ফাইনালে ওঠার পর পঞ্চমবারের মতো বিপিএল শিরোপা হাতে তোলার অপেক্ষায় মাশরাফি। এমন সাফল্য কী করে সম্ভব? এটা কি কোনো ম্যাজিক? রংপুরের বিপক্ষে জয়ের পর মাশরাফি জানান, এটা কোনো ম্যাচিক ছিল না। আল্লাহর রহমতেই সম্ভব হয়েছে সব।
মাশরাফি কী কোনো জাদু জানেন? রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এ ধরনের কথা উড়িয়ে দেন তিনি।
বলেন, ‘কোনো ম্যাজিক নয়, সবই আল্লাহর রহমত ভাই। হারিনি বলে যে হারব না তা নয়, আবার হেরে যাব সেজন্য নামব না। তো আমার মনে হয়, যা হয়েছে পেছনে তা আর স্মরণ করে লাভ নেই। পরশু আমাদের একটা ফাইনাল আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদিও কুমিল্লা টিম এই টুর্নামেন্টে যে কারও থেকে অনেক অনেক ভালো।
মতামত দিন