বিপিএলে দুরন্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর ব্যাট জ্বলে উঠলো ফাইনালেও। তার সঙ্গে হার না মানা এক হাফসেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম।
এই যুগলের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং পুঁজি পেলো মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। ৭ উইকেটে তারা দাঁড় করিয়েছে ১৭৫ রানের সংগ্রহ। অর্থাৎ শিরোপা জিততে হলে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৭৬।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তৌহিদ হৃদয় (০)। মাশরাফি আরও একবার নেমে গিয়েছিলেন ওয়ান ডাউনে। তবে আজ ৪ বলে মাত্র ১ করে আউট হয়ে যান সিলেট দলপতি।
মতামত দিন