• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইউক্রেন যুদ্ধে ৩০ হাজার ওয়াগনার যোদ্ধা নিহত: যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত ১১:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
ইউক্রেন যুদ্ধে ৩০ হাজার ওয়াগনার যোদ্ধা নিহত: যুক্তরাষ্ট্র
ছবি সংগ্রহীত
টাইমবাংলা নিউজ ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের ৩০ হাজারের বেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে দাবি করছে মার্কিন কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার জানান, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই ৯ হাজার জনের প্রায় অর্ধেকই নিহত হয়েছেন। এবং ডিসেম্বরে নিহত রাশিয়ানদের প্রায় ৯০ শতাংশ কারাগার থেকে নিয়োগ পেয়েছিলেন।

জন কিরবি জানান, কারাগার থেকে মুক্তি দিয়ে তাদেরকে নির্দয়ভাবে যুদ্ধক্ষেত্রে কোনো প্রশিক্ষণ, অস্ত্র ও সাংগঠনিক কমান্ড ছাড়াই পাঠানো হচ্ছে। এ কারণে তারা হতাহতের শিকার হচ্ছেন। ওয়াগনার যোদ্ধারা হতাহত হওয়ার কথা জন কিরবি বললেও ওই গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছেন।

ইউক্রেনীয় সৈন্যরা বলছেন, ওয়াগনার যোদ্ধাদের কোনো প্রশিক্ষণ ও অস্ত্র ছাড়াই আক্রমণে পাঠানো হয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছেন, মস্কো আহত এবং মৃত সৈন্যদের সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ফলে সেখানে মৃতদেহ স্তুপ করা হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরের মাঝামাঝি থেকে বেশি ওয়াগনার সেনার মৃত্যু হয়েছে বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার। এমন পরিস্থিতিতে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য সহজ হবে না বলেও মন্তব্য করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।

এরআগে, এপ্রিলের মধ্যে রুশ সেনারা দোনেৎস্কের বাখমুত দখল করবে বলে দাবি করেছে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপ। এ লক্ষ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র হচ্ছে লড়াই। প্রাণহানি রোধে স্থানীয় বাসিন্দাদের বাখমুত ছাড়ার আহ্বান জানিয়েছে কিয়েভ।

এদিকে, প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার ২ লাখ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ