রাজধানীতে কাইজ্যা পার্টি নামে নতুন ছিনতাইকারী চক্রের হদিস পেয়েছে পুলিশ। চক্রের সদস্যরা তিনটি ভাগে ভাগ হয়ে ছিনতাই করে। একজন রিকশাচালক সেজে যাত্রী তোলে, আরেকদল রিকশা আটকিয়ে ঝগড়া বাঁধায়। এই ফাঁকে মালামাল নিয়ে সটকে পড়ে একদল। সম্প্রতি রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় পুলিশ।
২০ ফেব্রুয়ারি দুপুর সোয়া একটা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর মিরপুর-১০ নম্বরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে এক ব্যক্তি রিক্সা ভাড়া করছেন।
দুটি কার্টন উঠিয়ে চলে যায় সেই ব্যক্তি। এর ১ দেড় মিনিটের মধ্যে রিক্সা চালককে দুইবার ফোনে কথা বলতে দেখা যায়।
সেদিনই মিরপুর থানায় অভিযোগ করেন সেই ব্যক্তি। রিকশা শেওড়াপাড়া যাওয়ার পর কয়েকজন এসে তার সাথে ঝগড়া বাঁধিয়ে ৪ লাখ টাকার মেডিক্যাল সরঞ্জাম ছিনিয়ে নেয়।
এরপরই মোহাম্মদপুরের বসিলা থেকে রিক্সাচালকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কেরানিগঞ্জের শহীদনগর থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের মেডিকেল যন্ত্রাংশ এবং কসমেটিকস সামগ্রী ।
ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, 'কাইজ্যা পার্টি' নামে চক্রটির ৭-৮ জন সদস্য রয়েছে। তিনটি গ্রুপে ভাগ হয়ে যাত্রীর সাথে ঝগড়া বাঁধিয়ে মালামাল নিয়ে চম্পট দেয় তারা।
তিনি বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জে দুই বছর ধরে চক্রটি এভাবে ছনিতাই করছে। চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মতামত দিন