দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের সবচেয়ে ভালো স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
গত তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমল। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ থেকে নতুন দর কার্যকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৮৭ হাজার ৫৮ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ৬২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতিভরি দাম হবে ৬২ হাজার ২০১ টাকা।
সর্বশেষ ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল বাজুস। তখন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ভরিতে ৯২ হাজার ২৬৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ৯০ টাকা।
মতামত দিন