• ২০২৩ মার্চ ২৬, রবিবার, ১৪২৯ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে খালেদাকে

  • প্রকাশিত ১২:০৩ অপরাহ্ন রবিবার, মার্চ ২৬, ২০২৩
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে খালেদাকে
ছবি সংগ্রহীত
টাইমবাংলা নিউজ ডেস্কঃ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বিকাল ৩টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে তাদের নেত্রীকে। সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে সাময়িক মুক্তি পাওয়ার পর থেকেই গুলশানের এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা।

সবশেষ গত বছরের ২২ আগস্ট তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। সে সময় হাসপাতালে ভর্তির পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকেরা।

এর আগে একটানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত বছরের ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া। তখন হাসপাতালে অ্যানজিওগ্রাম করে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়েছিল। চিকিৎসকেরা তখন তার হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথা জানিয়েছিলেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দেশে করোনা মহামারির সময় পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।

সর্বশেষ